Logo
Logo
×

রাজধানী

তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১২:০৭ পিএম

তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী

তাজিয়া মিছিল

পবিত্র আশুরার তাজিয়া মিছিল সকাল সাড়ে ১০ টায় শুরু হয়েছে। পুরান ঢাকার  হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়।

শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেন। মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ র্যাব, সোয়াতসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন। সকলের ব্যাগ ও শরীরে তল্লাশি করা হচ্ছে।

দিবসটি শান্তিপূর্ণ ও নিরাপদে পালনে ডিএমপির তরফ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের অস্ত্র নিষিদ্ধ করেছে পুলিশ। আতশবাজি ও পটকা ফোটানো নিষদ্ধ করা হয়েছে।

হোসেনি দালানের তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসাইন জানান, আজ শোকের দিন। বিশ্ব মুসলিমের শোক। একক কোনো দল বা গোষ্ঠীর শোক নয়। 

আমরা দেশের রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি প্রত্যাহর করতে অনুরোধ করেছি। কিন্তু তারা কর্মসূচি প্রত্যাহার করেননি। আমরা এতে ব্যথিত হয়েছি।

তিনি আরও জানান, তাজিয়া মিছিল হোসেনি দালান থেকে শুরু করে বকশী বাজার, নবকুমার স্কুল, কারারোড, উর্দুর রোড, হরনাত ঘোষরোড, লালবাগ, এতিমখানা রোড, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হবে।

তিনি আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকাবাসীসহ সকলের প্রতি শান্তিপূর্ণ মিছিল সম্পন্ন করতে সহয়াতা ও সহযোগিতা চেয়েছেন।

Jamuna Electronics

Document
Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম