Logo
Logo
×

রাজধানী

ঢাকায় খতিয়ান জালিয়াতির অভিযোগে একজন আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৭:২৭ পিএম

ঢাকায় খতিয়ান জালিয়াতির অভিযোগে একজন আটক

ঢাকার লালবাগ এলাকায় জমির খতিয়ান জালিয়াতির অভিযোগে মো. ইউসুফ নামের একজনকে আটক করেছে পুলিশ। জেলা প্রশাসনের মামলায় গ্রেফতারের পর তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মো. ইউসুফ ঢাকার লালবাগ থানার ইসলামবাগ মৌজার জমির নামজারির জন্য লালবাগ রাজস্ব সার্কেলে আবেদন করেন। আবেদনের সঙ্গে দাখিল করা কাগজপত্রের মধ্যে খতিয়ানগুলোতে স্বাক্ষর সন্দেহজনক হওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে পাঠানো হয়।

পরে রেকর্ডরুম থেকে জানানো হয়, দাখিলকৃত খতিয়ানের তথ্য সঠিক নয়। এক্ষেত্রে ইউসুফ জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে মনে হলে তার বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশ অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করতে আদালতে ইউসুফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি জালিয়াতি চক্র এ ধরনের কাজকর্মের মাধ্যমে এলাকার নিরীহ মানুষের জমি হাতিয়ে নিচ্ছে। এদের প্রতিহত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম