Logo
Logo
×

রাজধানী

কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু ঢামেকে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম

কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু ঢামেকে

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তার নাম লিটন শেখ (৩৫)। তিনি মাদক মামলার আসামি হিসেবে কারাবন্দি ছিলেন।

বৃহস্পতিবার ভোরে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেন। পরে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

কারা সূত্রে জানা গেছে, লিটন শেখের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কানাপট্টি শাপলানগর এলাকায়। তার বাবার নাম মৃত আমজাদ শেখ। লিটনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছিল। তার হাজতি নম্বর ২৩৬৭০/২৩। 

ঢাকা মেডিকেলে দায়িত্বরত কারারক্ষী মো. আল আমিন জানান, সকালে কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন কারা চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম