Logo
Logo
×

রাজধানী

ডেমরায় ভবন থেকে ক্রেনের রশি ছিঁড়ে ৩ শ্রমিক নিহত 

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৪:৫৮ পিএম

ডেমরায় ভবন থেকে ক্রেনের রশি ছিঁড়ে ৩ শ্রমিক নিহত 

ফাইল ছবি

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন একটি সাত তলা ভবনের ওপর থেকে ছিঁড়ে পড়া ক্রেনের চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

শনিবার দুপুর ২টার দিকে ডেমরার কোদালদোয়া নুর মসজিদসংলগ্ন যৌথ মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. মোস্তফা (৪২), মো. মিজান (৩২) ও মো. জাফর (৫০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, যৌথ মালিকানাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাত তলার নির্মাণাধীন ছাদে রাখা ক্রেন মেশিনটির রশি ছিঁড়ে ঢালাই মিক্সার ভরা অবস্থায় কন্টেইনার চার শ্রমিকের ওপর পড়ে। 

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার যুগান্তরকে বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনার পর ভবন কর্তৃপক্ষ পালিয়ে গেছে। আমরা খোঁজ করে কাউকে পাচ্ছি না। তবে কর্মক্ষেত্রে তাদের গাফিলতিগুলো চিহ্নিত করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম