Logo
Logo
×

রাজধানী

জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০১:২১ এএম

জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার

রাজধানীর ডেমরায় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার ডেমরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, জঙ্গি সংগঠন পরিচালনার কাজে ব্যবহৃত ল্যাপটপ, এন্ড্রোয়েট মোবাইল ফোন ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে আনা হয়।

ডেমরার ধার্মিকপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার।

এ বিষয়ে শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানোর কথা রয়েছে বলে জানা গেছে।

শামিন মাহফুজ নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা যুগান্তরকে বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে মোস্ট ওয়ান্টেড শামিন মাহফুজ ও স্ত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সিটিটিসি পুলিশের মামলা দায়েরের পর বাকি সব তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম