Logo
Logo
×

রাজধানী

মহাসড়কে হাট নয়, গরু নিয়ে টানাটানি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৩, ০২:২২ পিএম

মহাসড়কে হাট নয়, গরু নিয়ে টানাটানি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

কোনোভাবেই মহাসড়কে পশুর হাট বসাতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সেই সঙ্গে ইজারাদাররা পশুর হাটে গরু নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি হেডকোয়ার্টারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সেবা দানকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়সভায় এ হুশিয়ারি দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কোনোভাবেই যাতে মহাসড়কে গরুর হাট বসতে না পারে, সে জন্য কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানির পশু কেনাবেচায় জালটাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে। এ ছাড়া হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

খন্দকার গোলাম ফারুক বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। তবে যারা ছুটিতে ঢাকার বাইরে যাবেন, তাদের প্রতি মূল্যবান সব কিছু সঙ্গে নিয়ে যাওয়ার বা নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার পরামর্শ দেন তিনি।

একই সময় শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম