
প্রিন্ট: ০৬ মার্চ ২০২৫, ০১:২৭ এএম
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

যুগান্তর প্রতিবেদন, উত্তরা
প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১০:২২ পিএম

আরও পড়ুন
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার সকাল ১১টায় আজমপুর বাসস্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক সংবাদকর্মী অংশ নেন।
এ সময় বক্তব্য দেন যুগান্তরের রফিকুল ইসলাম, মানবকণ্ঠের রাসেল খান, দেলোয়ার হোসাইন, বাসসের সাংবাদিক মনির হোসেন জীবন, দৈনিক প্রাণের বাংলাদেশের আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা গোলাম রব্বানী নাদিমের খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।