ছেঁড়া নোট নিয়ে তর্ক, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
মিরপুর প্রতিনিধি, ঢাকা
প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৯:২৮ পিএম
গ্রেফতার আসাদুজ্জামান চয়ন। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে ১০০ টাকার ছেঁড়া নোট নিয়ে কথা কাটাকাটির জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে (এসএ পরিবহণের গলি) মায়ের দোয়া বিরিয়ানি হাউজের সামনের ঘটনায় নিহত হাফিজুল ইসলাম চিকেন ফ্রাইয়ের ব্যবসা করতেন। এ ঘটনায় নিহতের ভাই সজীব মিরপুর মডেল থানায় মামলা করেছেন।
সজীব জানান, লোকজনের মুখে জেনেছি সন্ধ্যায় আসাদুজ্জামান চয়ন, মো. তারেকসহ অজ্ঞাতনামা ৩-৪ জন আমার ভাইয়ের দোকানে এসে চিকেন ফ্রাই কেনে। চয়ন আমার ভাইকে চিকেন ফ্রাইয়ের দাম বাবদ ১০০ টাকার একটি ছেঁড়া নোট দেয়। সে তখন ওই টাকা পরিবর্তন করে দিতে বললে তাদের সঙ্গে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের একপর্যায়ে চয়ন, তারেকসহ ৩-৪ জন মিলে আমার ভাইকে এলোপাতাড়ি চড়-থাপ্পর, কিল-ঘুসিসহ লাথি মারে। তাদের মারধরে ভাই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। এরপর লোকজন তাকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সজীব বলেন, চয়নকে সোমবার রাতেই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে চয়ন ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে (চয়ন) আরও জানায়, এ ঘটনার পর মুন্না নামে এক লোক তাদের পালিয়ে যেতে বলেছিল।
সজীব আরও বলেন, ঘটনাস্থলে লোকমুখে জানতে পেরেছি সোমবার দুপুরে যুবলীগের প্রোগ্রামে না যাওয়ায় আমার ভাইকে পিটিয়ে মেরেছে সন্ত্রাসীরা।
এদিকে জানা গেছে, চয়ন ও তারেক ১০ নম্বর গোল চক্কর (এসএ পরিবহণের গলি) ফুটপাতে চাঁদাবাজি করে। পদ পদবি না থাকলেও তারা যুবলীগের মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নেয়। তারা মিরপুরের ৯৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মুন্নার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তারা মুন্নার হয়ে ফুটপাতে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে।
মিরপুরের ৯৪ নম্বর ওয়ার্ড (সাংগঠনিক ওয়ার্ড) যুবলীগের আহ্বায়ক জালাল দেওয়ান বলেন, মুন্নাকে ২০২১ সালে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সে আমার ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিল। ওই সময় মহানগরের এক নেতাকে সে অস্ত্র ঠেকিয়ে মেরেছে। ঘটনাটি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে তাকে বহিষ্কার করা হয়।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, এ ঘটনায় চয়ন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অন্যদেরও খুঁজে বের করা হবে।