Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে পানির দাবিতে কলস-বালতি নিয়ে বিক্ষোভ

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৩:৪৯ পিএম

রাজধানীতে পানির দাবিতে কলস-বালতি নিয়ে বিক্ষোভ

রাজধানীর কদমতলীতে পানির দাবিতে কলস ও বালতি নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বাসিন্দারা। এ সময় তারা পলাশপুর, জনতাবাগ পানির পাম্প ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬০ নম্বর ওয়ার্ড কাউন্সিল অফিস অবরোধ করেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দক্ষিণ পলাশপুর এলাকার বাসিন্দারা এই বিক্ষোভ মিছিল করেন। 

বিক্ষোভকারী বাসিন্দা পলাশপুর বাইতুর রিয়াজ জামে মসজিদের সভাপতি আবদুর রহমান, সাবেক সভাপতি নয়ন উল্যাহ ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন যুগান্তরকে জানান, গত ৭-৮ দিন ধরে একটানা দক্ষিণ পলাশপুর এলাকায় পানি নাই। পানি সংকটের কারণে এলাকায় হাহাকার বিরাজ করছে। গোসল, রান্নাসহ চরম সমস্যা ভোগ করতে হচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এ জন্য আজ পানির দাবিতে বিক্ষোভ মিছিল ও পাম্প অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা। 

এ সময় জনতাবাগ ফাঁড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামাল হোসেন ওয়াসা জোন ৭-এর লোকজনের সঙ্গে কথা বলে বাসিন্দাদের পানির সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারী বাসিন্দারা চলে যান।

পলাশপুর পানির পাম্প অপারেটর ইব্রাহিম যুগান্তরকে বলেন, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালাতে পারি না। কারণ আমাদের জেনারেটর চালানোর তেল দেওয়া হয় না।

ওয়াসা জোন ৭-এর সহকারী প্রকৌশলী মনোজ জাকুয়া যুগান্তরকে বলেন, আমি লোক পাঠাচ্ছি, সহসাই পানির সমস্যা সমাধান করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম