রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার নাম ডালিম মল্লিক (৩৩)।
তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জের মৃত আলম মল্লিকের ছেলে। ধর্ষণ মামলা করার ৩৬ ঘণ্টার মধ্যেই রোববার দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক জানান, ভুক্তভোগী বিবাহিত নারী। স্বামী বিদেশ থাকায় ১০ বছর বয়সি একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার কাছিকাটায় থাকেন তিনি।
অভিযুক্ত ডালিম মল্লিক ভুক্তভোগীর বাবার বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজের সুবাদে তাদের বাড়িতে আসা-যাওয়া করত। গত বছরের ২০ নভেম্বর রাতে ওই নারী ঘরের বাইরে গেলে ডালিম মল্লিক জোরপূর্বক বাড়ির পেছনে কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে ডালিম বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত ডালিম অস্বীকৃতি জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব কর্মকর্তা বলেন, ঘটনা জানাজানি হওয়ায় আত্মগোপনে থেকেই দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ডালিম। গ্রেফতারের পর তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন।