Logo
Logo
×

রাজধানী

আলোকিত নারী সম্মাননা পেলেন ভোক্তা অধিকারের আফরোজা

Icon

আগারগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৬:০৩ পিএম

আলোকিত নারী সম্মাননা পেলেন ভোক্তা অধিকারের আফরোজা

আলোকিত নারী সম্মাননা-২০২৩ পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা রহমান। অর্থ ও বাণিজ্য প্রকাশনা বিজনেস ডাইজেস্টের উদ্যোগে শনিবার তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গতকাল বিকালে ‘জাতীয় উন্নয়নে নারী সমাজ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকিত নারী সম্মাননা-২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আফরোজা রহমান বলেন, একজন নারী কর্মকর্তা হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছি। ভোক্তাদের অধিকারে সর্বদা কাজ করে যাচ্ছি, যাতে করে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।

অভিযোগের বিষয়ে ভোক্তাদের আরও উৎসাহী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় ভোক্তাদের জন্য কাজ করি। তাদের উচিত হবে আমাদের ওপর আস্থা রাখা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অর্থ ও বাণিজ্য প্রকাশনা পাক্ষিক বিজনেস ডাইজেস্টের সম্পাদক এবং প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি ও পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিওএন) সভাপতি আমেনা বেগম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম