Logo
Logo
×

রাজধানী

উত্তরার আব্দুল্লাহপুরে রাস্তায় আবর্জনার পাহাড়, চরম দুর্ভোগ

Icon

উত্তরা পূর্ব (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৯:৪১ পিএম

উত্তরার আব্দুল্লাহপুরে রাস্তায় আবর্জনার পাহাড়, চরম দুর্ভোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উত্তরা পূর্ব থানার ১নং ওয়ার্ডসহ আব্দুল্লাহপুরে রাস্তাজুড়ে ময়লা-আবর্জনার পাহাড় জমেছে। ফলে তীব্র দুর্গন্ধ ও চরম দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। 

আব্দুল্লাহপুর বেড়িবাঁধসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশের প্রধান সড়কে ময়লা-আবর্জনার পাহাড় গড়ে উঠেছে। সড়কের পাশে প্রতিদিন ট্রাক ও ভ্যানবোঝাই করে বিভিন্ন হাটবাজার ও বাড়ির ময়লা-আবর্জনা এখানে ফেলা হচ্ছে। 

জানা গেছে, দুর্গন্ধের কারণে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে বাধ্য হয়েছেন অনেকেই। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। আবর্জনার দুর্গন্ধে স্থানীয় বিদ্যালয়, মাদ্রাসার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। 

এ এলাকার বাসিন্দারা জানান, ময়লা-আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ বাতাসে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুর্গন্ধে খোলা জায়গায় থাকা যায় না। ময়লা-আবর্জনার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব বেশি। এর স্থায়ী সমাধান হওয়া দরকার। কর্তৃপক্ষ যদি এসব ময়লা-আবর্জনা সরিয়ে নিত অথবা পরিকল্পনার মাধ্যমে এগুলো থেকে জৈব সার তৈরির ব্যবস্থা করত তাহলে মানুষের দুর্ভোগ কমে যেত। 

স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা জানান, ময়লা-আবর্জনা ফেলার কারণে আমরা খুব বিপদে আছি। কাস্টমার আসতে চায় না। তারা অন্য দিক দিয়ে ঘুরে যায়। আগের চেয়ে আয় কমে গেছে। 

উত্তরা ১নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দীন খান জানান, সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপের বিষয়ে আমরা অনেকবার সিটি করপোরেশনকে চিঠি দিয়েছি। এখন ওই ময়লাগুলো সড়কের ওপর পড়ে সড়কও নষ্ট হয়ে যাচ্ছে। ময়লা ফেলার নিজস্ব ডাম্পিং স্টেশন করার জন্য চেষ্টা করছি। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম