‘দেশের অগ্রযাত্রায় শেখ হাসিনাকে বারবার দরকার’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৭:৫৮ পিএম
‘দেশের সব উন্নয়ন আওয়ামী লীগের শাসনামলে হয়েছে। আল্লাহর রহমতেই প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার দরকার।’
এই লক্ষ্য বাস্তবায়নে মুক্তিযুদ্ধের স্বপক্ষের চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা।
শনিবার রাজধানীর শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল (আইসিএমএইচ) আয়োজিত স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবের সংবর্ধনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, নির্বাচন আসন্ন। স্বাধীনতাবিরোধী শক্তি সক্রিয় হয়ে ওঠছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদকে (স্বাচিপ) সুসংগঠিত হতে হবে। দেশের ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আরেকবার নির্বাচিত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বাচিপের প্রতিটি ইউনিটকে নিরলসভাবে কাজ করতে হবে।
ঢাকা ৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু বলেন, চিকিৎসক-নার্সদের ভালো আচরণে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। মুমূর্ষু রোগীও নতুন করে বেঁচে থাকার প্রেরণা পায়। আইসিএমএইচ’র সেবার মান ও পরিবেশ নিয়ে রোগীদের এখন আর কোনো অভিযোগ নেই। চিকিৎসকদের পদোন্নতিসহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অবশ্যাই আলোচনা করে সমাধান করব।
স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী বলেন, বিশ্বে এখন বাংলাদেশ একটা রোল মডেল। শেখ হাসিনা চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন করেছেন। শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় এসে চিকিৎসায় পদোন্নতি ক্যাডারভুক্ত করেছিলেন।
স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন বলেন, আল্লাহ যাকে যোগ্য মনে করেন এবং পছন্দ করেন তাকেই তিনি ক্ষমতা দান করেন। আমি বিশ্বাস করি, আল্লাহ নিজ হাতেই শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় বসাচ্ছেন। তিনি মানুষের কথা ভাবেন, স্বাস্থ্য সেবা নিয়ে চিন্তা করেন। চিকিৎসক হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে কিছুই দাবি করতে হয় না। যেকোনো সমস্যা তার কানে পৌঁছালেই তিনি সেটা সমাধান করে দেন। শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকদের পদোন্নতি নিয়ে ক্ষোভ আছে। আমরা এ বিষয়ে কথা বলব। সমস্যাটির সুরাহা হয়ে যাবে। মনে রাখতে হবে, পদ-পদবি চিরস্থায়ী না। এগুলো নিয়ে সবসময়ই মনোবেদনা থাকবে। কেউ দায়িত্বে আসবে, কেউ বিদায় জানাবে এটাই নিয়ম। শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট ২০০ বেডের একটি হাসপাতাল, এখানে অনেক অর্জন আছে। আমাদের শিশু-মাতৃমৃত্যু কম, নিশ্চয়ই এ হাসপাতালের ভূমিকা এখানে আছে।
আইসিএমএইচ স্বাচিপ শাখার সভাপতি অধ্যাপক ডা. এমএ মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক স্বাচিপ নেতা ডা. শফিকুর রহমান ও আইসিএমএইচ স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. নাজমুল হোসেন প্রমুখ।