Logo
Logo
×

রাজধানী

গরুর খামারির ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৩, ০৮:১২ পিএম

গরুর খামারির ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

রাজধানীর ডেমরায় মো. রেজাউল হাওলাদার (৫৫) এক গরুর খামারির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার দুপুরে মোস্তমাঝির মোড় সংলগ্ন এলাকার একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে মৃতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় খুনিরা রেজাউল হাওলাদারকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে অথবা জোর করে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। তবে পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।

এদিকে এ মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নানা রহস্যের সৃষ্টি হয়েছে। রেজাউল ডেমরার পার্শ্ববর্তী খিলগাঁও থানাধীন ত্রিমহোনী হাজী বাড়ি এলাকায় থাকতেন। তিনি পটুয়াখালীর গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে।

মৃতের ছেলে মো. শাহীন জানায়, কিছুদিন আগে ত্রিমহোনী এলাকার কামাল, কামরুল ও আমার বাবাসহ চারজন মিলে একটি জমির বায়না করেন। গত শনিবার রাতে রেজাউল হাওলাদার ওই জমির কাগজপত্রসহ একই এলাকার সিরাজ (৫৫) নামে এক ব্যক্তিকে নিয়ে বেরিয়ে যায়। ওই রাতে রেজাউল আর বাসায় না ফিরলেও তার স্ত্রীর মোবাইল ফোনে গত রোববার ভোরে জানান ত্রিমহোনী এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা মিঠু ও সুমনের গ্যারেজে ছিলেন তিনি। তার পর মোবাইল ফোনে আর যোগাযোগ করা যায়নি। এদিকে মৃত্যুর খবর পেয়ে কামাল ও কামরুলসহ কয়েকজন জানান- তারা বাবার কাছ থেকে টাকা পাবেন।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সোমবার খবর পেয়ে ডেমরা থানা পুলিশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম