Logo
Logo
×

রাজধানী

দিনে ব্যবসায়ী, রাতে ইয়াবা কারবারি!

Icon

মিরপুর প্রতিনিধি, ঢাকা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০২:৫৫ এএম

দিনে ব্যবসায়ী, রাতে ইয়াবা কারবারি!

মো. রুস্তুম কসাই

রাজধানীর মিরপুরে ইয়াবা বিক্রির অভিযোগে মো. রুস্তুম কসাই (৩৯) নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মিরপুর ১ নম্বর টেকনিক্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রুস্তম দিনে মাংস বিক্রি করেন, আর রাতে ইয়াবা বিক্রি করেন! 

তিনি মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের মো. জানে আলম ওরফে কালুর ছেলে।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রুস্তম কসাই মিরপুরের চিহ্নিত মাদক বিক্রেতা। তিনি মূলত ইয়াবা বিক্রি করেন। তবে এ কাজ করেন ছদ্মবেশে। পাশাপাশি  মাংসও  বিক্রি করেন। রায়েরবাজার এলাকায় তিনি কসাই হিসেবে  পরিচিত। দিনের বেলা  মাংস বিক্রির  কাজে  তিনি ব্যস্ত থাকেন। আর রাত হতেই বেরিয়ে পড়েন ইয়াবার প্যাকেট নিয়ে। 

ওসি আরও বলেন, আজও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মিরপুর ১ নম্বর টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন রুস্তম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। পরে তার শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় এক হাজার পিস ইয়াবা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম