রাজধানীতে র্যাবের জালে ভুয়া ‘ডিবি কর্মকর্তা’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৯:০০ পিএম
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় র্যাবের জালে এক ভুয়া ‘ডিবি কর্মকর্তা’ ধরা পড়েছেন। তার নাম বিপ্লব হোসাইন (৩০)।
যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১০ এর একটি দল। তার কাছ থেকে ডিবি পুলিশের একটি নকল আইডি কার্ড, একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার মোহাম্মদ জিয়াউর রহমান বিষয়টি বুধবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সূত্রে র্যাব-১০ এর একটি দল জানতে পারে যাত্রাবাড়ির বিবিরবাগিচা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তি বিভিন্ন লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে। তাৎক্ষণিক র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ডিবি পুলিশ পরিচয়ধারী বিপ্লব হোসাইন নামের ওই ব্যক্তিকে আটক করে র্যাব। তিনি বগুড়ার শিবগঞ্জ থানার পলিকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঢাকায় যাত্রাবাড়ির সুতিখালপাড় এলাকায় থাকতেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব হোসাইন র্যাবকে জানান, তিনি একটি প্রতারক চক্রের সদস্য। তিনি বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়িসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছিলেন।