Logo
Logo
×

রাজধানী

গ্রিল কেটে ২২ ভরি সোনাসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১২:২৮ পিএম

গ্রিল কেটে ২২ ভরি সোনাসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি

রাজধানীর কলাবাগানে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সমন্বয়বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন মিতার বাসায় জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মো. ফিরোজ হোসাইন কলাবাগান থানায় মামলা করেছেন। তিনি যুগান্তরকে জানান, ঈদ উদযাপন করতে গত ১৯ এপ্রিল সকালে পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাড়িতে যান।

২৪ এপ্রিল সন্ধ্যায় সপরিবারে বাসায় ফিরে ঘরে ঢুকেই দেখেন তিনটি শয়নকক্ষের মেঝেতে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

কলাবাগানের ৮৬/৩ বশির উদ্দিন রোডের বাড়িটির দ্বিতীয় তলায় তার ভাড়া বাসার একটি কক্ষের জানালার গ্রিল কেটে চোর ভিতরে প্রবেশ করে।

দুইটি স্টিলের আলমারি এবং দুইটি কাঠের আলমারির ড্রয়ার ভেঙে ঘরে এগুলোতে রক্ষিত ২২ ভরি স্বর্ণালংকার এবং ৭ লাখ ৮০ হাজার নগদ টাকা এবং একটি ছোট লেদার বেগ চুরি করে নিয়ে যায় চোরের দল।

রাস্তার পাশে দাড়োয়ান থাকা সত্ত্বেও ঈদের ছুটিতে এমন দুর্ধষ চুরির ঘটনায় বিস্মিত ফিরোজ হোসাইন বলেন, এমন চুরির ঘটনা সত্যিই অকল্পনীয়।

এ ব্যাপারে সোমবার রাতেই ফিরোজ হোসাইন কলাবাগান থানায় মামলা দায়ের করলে ওসি সাইফুল ইসলাম তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, চুরির রহস্য উদঘাটনে এবং চোরদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম