সায়দাবাদ বাস টার্মিনালে ঘুরমুখো মানুষের উপচে পড়া ভিড়
ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে ঢাকা নগরী তার চিরচেনা রূপ হারাচ্ছে। অর্থাৎ ঢাকা এখন ফাঁকা হয়ে যাচ্ছে। তবে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার রাতে।
দীর্ঘসময় পর প্রিয়জনদের সঙ্গে দেখা এবং উদযাপন করতে ঢাকা ছাড়ছে সব শ্রেণি পেশার মানুষ। ফলে যে যেভাবে পারছেন, ছুটছেন প্রিয়জনের কাছে। এই সুযোগে অতিরিক্ত বাসের ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরাবরের মতো এবারও প্রিয়জনের কাছে ছুটে চলা মানুষ বাড়তি ভাড়ার বিড়ম্বনায় পড়ছেন। তার পরও বাসের টিকিট পেতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাদের। বৃহস্পতিবার রাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে।
ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লাগামী বাসের সবচেয় বড় হাব সায়দাবাদ বাস টার্মিনাল। এখান থেকে হানিফ, রয়েল কোচ, ইউনিক, শ্যামলী, হিমাচল, সোহাগ, গ্রিন লাইন এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ জনপ্রিয় ট্রান্সপোর্টগুলো যাতায়াত করে। তাছাড়া বিভিন্ন লোকাল বাসও তো আছেই।
খোঁজ নিয়ে জানা যায়, বাসের চাপ বাস টার্মিনাল এলাকা ছাড়িয়ে পুরো রাস্তাজুড়ে রয়েছে। বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন কাউন্টারে ভিড় করছেন হাজার হাজার মানুষ। কেউ বাসের টিকিটের জন্য দৌড়ের ওপর আছেন, আবার কেউ অপেক্ষায় আছেন কাঙ্ক্ষিত বাসটি কখন আসবে।
বিভিন্ন বাসের কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) রাতে ব্যাপক চাপ রয়েছে যাত্রীর। গতকালও এমন চাপ ছিল না। স্বাভাবিক কারণেই টিকেটের সংকট দেখা দিয়েছে। আগামীকাল শুক্রবারও যাত্রীর চাপ থাকতে পারে বলে মনে করছেন তারা।