উইঘুর নিপীড়নের প্রতিবাদে পথনাটক ‘ব্যারেন বিপ্লব’ মঞ্চস্থ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১০:০৪ পিএম
পূর্ব তুর্কিস্তানের ৫ এপ্রিল ব্যারেন বিপ্লব দিবস উপলক্ষ্যে নিহতদের স্মরণ ও চীনের সংখ্যালঘু উইঘুর নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে পথনাটক ‘ব্যারেন বিপ্লব’ মঞ্চস্থ হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় চীনের উইঘুর মুসলমানদের সাংস্কৃতিক প্রতিকূলতা, হুমকি ও নিপীড়নের প্রতিবাদে সামাদ ভূঁইয়া এবং তার দল এই পথনাটকটি মঞ্চস্থ করে।
ব্যারেন বিপ্লব দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়। উইঘুর জনগোষ্ঠি এই দিবসে নিহতদের স্মরণ করে। ১৯৯০ সালের ৫ এপ্রিল চীনের ব্যারেন শহরের সংখ্যালঘু উইঘুরদের ওপর গণহত্যা চালানো হয়েছিল।
এই পথনাটকের আয়োজন করে ওপেন ডায়ালগ বাংলাদেশ (ওডিবি) নামের একটি সংগঠন যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে উইঘুরদের নিপীড়নের প্রতিবাদে কাজ করে আসছে।
এতে অভিনয় করেন- আব্দুর রহমান রাকিব, আশরাফুল হাবীব, সুমি আক্তার, নাবিল মাহমুদ সাব্বির, আবিদা সুলতানা, রমজান মিয়া, রিফাত আলম ও সামাদ ভুঞা প্রমুখ।