Logo
Logo
×

রাজধানী

আগুন ছড়িয়ে পড়েছে বরিশাল প্লাজায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:২৫ এএম

আগুন ছড়িয়ে পড়েছে বরিশাল প্লাজায়

রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবাজার মার্কেটে লাগা ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে পাশের বরিশাল প্লাজায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

ফায়ার সার্ভিস জানায়, তাদের রিজার্ভ পানি শেষ হয়ে গেছে। বর্তমানে দমকল বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করছে।

তাছাড়া বাতাসের কারণে হিমশিম খাচ্ছেন দমকণ কর্মীরা, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে অন্য মার্কেটে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।

মূলত টিন ও কাঠ দিয়ে নির্মিত বঙ্গবাজার দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবাহিনীর ফায়ার সার্ভিসও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম