Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটা

সাদা পাঞ্জাবি আর নায়রা কাটের থ্রিপিসে চোখ

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১০:৩৩ পিএম

সাদা পাঞ্জাবি আর নায়রা কাটের থ্রিপিসে চোখ

গত কয়েক বছর ধরে ঈদ কেনাকাটায় নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। রোজার শেষ দিকে ভিড় এড়াতে এবং কেনাকাটার ঝামেলা সেরে নিতে অনেকেই শবেবরাতের পর থেকেই ঈদ কেনাকাটা শুরু করেন। সেই ধারা অব্যাহত আছে এবারও। আর ঈদের এমন কেনাকাটায় জুড়ি নেই দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কের। 

এক ছাদের নিচে মনোরম ও খোলামেলা পরিবেশে ঈদ কেনাকাটায় এবারও রাজধানীর মানুষের পছন্দের সেরা শপিংমল যমুনা ফিউচার পার্ক। শুক্রবার ছুটির দিনে অসংখ্য মানুষ ঈদের কেনাকাটায় মশগুল ছিলেন এখানে।

এদিন সরেজমিন যমুনা ফিউচার পার্কে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ঢল। অনেকের হাতে শোভা পাচ্ছে পোশাকের ব্যাগ। কেউ কেউ বিভিন্ন ব্র্যান্ডের দোকানে পছন্দের পোশাক দেখছেন। ইনফিনিটিতে ঈদ উপলক্ষ্যে এবার মেয়েদের জন্য এসেছে সালোয়ার কামিজ। যেগুলোর দাম পড়বে ৩,৫০০-৫,০০০ টাকা। আনস্ট্রিচ ড্রেসের দাম ৪,০০০-৮,০০০ টাকা। মেয়েদের সুতি শাড়ি ২,২০০-৯,০০০ টাকা। সিঙ্গেল কামিজ ১,৬০০-৩,০০০ টাকা, ওয়েস্টার্ন টপ ১,৪৫০-২,০০০ টাকা। ইনফিনিটিতে ছেলেদের জন্য নানা ধরনের পাঞ্জাবি এসেছে। সাদা, এমব্রয়ডারি এসব পাঞ্জাবির দাম পড়বে ২,৫০০-৬,০০০ টাকা। পোলো শার্ট, টি-শার্ট, ক্যাজুয়াল শার্টের দাম পড়বে ১,১০০-২,৫০০ টাকা। গ্যাভাডিনের প্যান্টের দাম এখানে ২,৫০০-৩,০০০ টাকা। জিন্সের প্যান্টের দাম ২,৫০০-৪,৫০০ টাকা।

ইনফিনিটির প্রোডাক্ট ম্যানেজার মো. মাসুদ কায়সার নাদিম যুগান্তরকে বলেন, আমাদের এবারের ঈদের পোশাক মূলত গ্রীষ্মকালকে সামনে রেখেই করা হয়েছে। ঈদের কেনাকাটা এবার আগে থেকেই শুরু হয়েছে। কারণ অনেকেই আÍীয়স্বজনকে উপহার দেন। তারা একটু আগেভাগে কেনাকাটা সেরে ফেলতে চান। অনেকে আবার ঢাকার বাইরে থাকা পরিবার পরিজনের জন্য কেনাকাটা করেন। তারাও আগে থেকেই কাজটি সেরে নিতে চান। তবে ছুটির দিন হিসাবে কেনাকাটা আজকে (শুক্রবার) জমজমাট।
মেয়েদের পোশাকে এবার নায়রা কাটে অনেকের চোখ। নবরূপায় এমব্রয়ডারি ও কারচুপি নায়রা কাটের থ্রিপিস পাওয়া যাচ্ছে ২,৫০০-৪,৫০০ টাকায়। এখানে পাকিস্তানি, ভারতীয় এবং তাদের নিজস্ব আনস্ট্রিচ থ্রিপিস পাওয়া যাচ্ছে ১,২০০-৯,০০০ টাকায়। প্যাটার্ননির্ভর কুর্তি পাওয়া যাচ্ছে ১,২০০-৩,০০০ টাকায়। নবরূপায় টাঙ্গাইল, জামদানি কাজ ও কাশ্মীরি কাজের সুতি শাড়ি পাওয়া যাচ্ছে ১,০০০-৫,০০০ টাকায়। সাদা ও প্যাটার্ননির্ভর পাঞ্জাবির অনেক কালেকশন এনেছে তারা। যেগুলোর দাম পড়বে ১,৬৫০-৫,০০০ টাকা। পোলো শার্ট, হাফ শার্ট, ফরমাল শার্টের দাম পড়বে ১,০০০-৩,০০০ টাকা। 

নবরূপার ডিরেক্টর মো. বদরুল যুগান্তরকে বলেন, ছেলেদের ঈদ ফ্যাশনে এবারের ট্রেন্ড সাদা পাঞ্জাবি। যেখানে হালকা কাজ থাকে। অনেক জমকালো কাজ এখন আর পছন্দ করে না। তিনি বলেন, এবার ঈদের শপিং মূলত শুরু হয়েছে শবেবরাতের পর। রোজার আগ পর্যন্ত এই বিক্রি ভালো ছিল। রোজার পর একটু কমলেও আজকে বিক্রি ভালো।
যমুনা ফিউচার পার্কে পরিবার পরিজন নিয়ে ঈদ শপিং করতে আসা জিনাত আবিদ যুগান্তরকে বলেন, যমুনা ফিউচার পার্কে এলে একসঙ্গে সবকিছু পেয়ে যাই। তাই গত কয়েক বছর ধরে এখানেই ঈদের শপিং করছি। পোশাকের মান অনুযায়ী দাম বেড়েছে সেটা বলা যাবে না। সাধ্যের মধ্যেই কেনাকাটা করা যাচ্ছে।

যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা যায়, টর, রেড, বিগ বস, ফ্রিল্যান্ড, ওকাল্ট, জেন্টল পার্ক, একসটাসি, টুয়েলভ, লা রিভ, ট্রাস্ট মার্ট, টিনস ক্লাব, ডানা, সিক্স লাইফ স্টাইল, আরভেসাসহ বিভিন্ন পোশাকের ব্র্যান্ডগুলোতে প্রচুর ঈদের  পোশাকের পসরা সাজানো হয়েছে। ক্রেতারাও এসব দোকান থেকে কিনে নিচ্ছেন নিজের ও পরিবারের ঈদের পোশাক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম