Logo
Logo
×

রাজধানী

‌‌‌‌বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০২:১২ পিএম

‌‌‌‌বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ক্যাফে কুইন নামে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের কেউ-ই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। 

বুধবার বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মঙ্গলবার দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিলেন। তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে। কারণ তার শরীরে আগুন লাগেনি। এ ছাড়া ভর্তি ১০ জনের মধ্যে তিনজন আইসিইউতে, দুজন লাইফসাপোর্টে আছেন। আর বাকিরা আছেন এসডিইউতে।’

সামন্ত লাল সেন আরও বলেন, ‘যারা আছে তাদের কেউ-ই শঙ্কামুক্ত নয়। কারও শরীরের ৮০ শতাংশ, কারও ৯০, কারও ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা কাউকেই শঙ্কামুক্ত বলতে পারব না।’ 

বার্নে আহত ১০ জনের কে কোথায় 

আহতাবস্থায় মো. হাসান ও জাহান আইসিইউতে ভর্তি। হাসান আইসিইউয়ের ১১ নম্বর বেডে ও জাহান ৯ নম্বর বেডে আছেন। মো. মুসা এসডিইউয়ের ৬০২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বেডে আছেন। ওলিল শিকদার, খলিল শিকদার, ইয়াসিন আলী, মো.বাবলু, আল-আমীন, বাচ্চু মিয়া পোস্ট ওপারেটিভে ভর্তি আছেন।

এ ছাড়া আজম ৬০২ নম্বর ওয়ার্ডের এক নম্বর বেডে ভর্তি আছেন এবং মোস্তফা নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইউনিট থেকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম