মধ্যরাত থেকে ৫ মার্চ ভোর পর্যন্ত সায়েদাবাদ লেভেল ক্রসিং বন্ধ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৬:৪১ পিএম
![মধ্যরাত থেকে ৫ মার্চ ভোর পর্যন্ত সায়েদাবাদ লেভেল ক্রসিং বন্ধ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/03/02/image-650645-1677760792.jpg)
রেলক্রসিং। ফাইল ছবি
বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী ৫ মার্চ ভোর পর্যন্ত সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপপ্রধান তথ্য অফিসার শরিফুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেলসংযোগ কাজের সুবিধার জন্য বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৫ মার্চ ভোর ৬টা পর্যন্ত সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।
জনগণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।