ওএমএসের ট্রাক থেকে চাল নিতে গিয়ে জ্ঞান হারালেন বৃদ্ধ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) ট্রাকের লাইনে দাঁড়িয়ে হঠাৎ জ্ঞান হারালেন গোলাম মোস্তফা খান নামের এক বৃদ্ধ। পরে তাকে রিকশায় করে বাসায় নিয়ে যান যেখানে উপস্থিত থাকা দুজন ব্যক্তি।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মিরপুর ১২ নম্বর সেকশনে সিটি ক্লাব মাঠসংলগ্ন সড়কে।
জানা গেছে, সকাল ৯টার দিকে ওএমএস ট্রাকের লাইনে দাঁড়ান গোলাম মোস্তফা খান। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। পরে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে ধরাধরি করে রাস্তার পাশে শুইয়ে দেন। এ সময় তার মাথায় পানি দেওয়ার পাশাপাশি গোলাম মোস্তফার মোবাইল ফোন দিয়ে তার পরিবারকে জানান লোকজন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এও কল করা হয়। প্রায় আধা ঘণ্টা পর জ্ঞান ফিরে গোলাম মোস্তফার।
তখন সেখানে উপস্থিত লোকজনের মধ্যে দুইজন এগিয়ে এসে গোলাম মোস্তফাকে রিকশায় করে তার মিরপুর ১২-এর সি ব্লকের ২ নম্বর সড়কের বাসায় পৌঁছে দেন।
গোলাম মোস্তফা ওই বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। তার সহকর্মী লাল মিয়া জানান, তারা দুই শিফটে বাসাটিতে নিরাপত্তাকর্মীর কাজ করেন। গোলাম মোস্তফার স্ত্রী একটি পোশাক কারখানায় কাজ করেন। আর তাদের ছেলে একটি ছোটখাটো কাজ করে স্ত্রীকে নিয়ে পাশের একটি ছোট বাসায় ভাড়া থাকেন।
লাল মিয়া আরও জানান, দুই দিন ধরে ডায়রিয়া হচ্ছে গোলাম মোস্তফার। সুলভ মূল্যে চাল নিতে সকালে অসুস্থ শরীর নিয়েই ওএমএসের ট্রাকের লাইনে গিয়ে দাঁড়ান মোস্তফা।