Logo
Logo
×

রাজধানী

‘গুলশানের ভবনটি এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়নি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৮ পিএম

‘গুলশানের ভবনটি এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়নি’

ঢাকার গুলশানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতল আবাসিক ভবনটি এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থা ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদ ঘোষণা করার পর বাসিন্দারা ভবনে ফিরতে পারবেন। 

গুলশান ২ নম্বর এলাকার ১০৪ নম্বর সড়কের ১৪ তলা ভবনটিতে গত রোববার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

যে দুজনের মৃত্যু হয়েছে, তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যাননি। তারা আগুন থেকে বাঁচতে ভবনের ১২ তলা থেকে লাফিয়ে নিচে পড়ে মারা গেছেন।

আগুন লাগার পর ভবনটির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটিতে আগুন লাগার পর স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম (সতর্কসংকেত) বেজে উঠেছিল। কিন্তু ভবনে থাকা অধিকাংশ পরিবার তাৎক্ষণিক বিষয়টি আমলে নেয়নি। আর যারা ভবনের বিভিন্ন তলা থেকে বের হয়েছিলেন, তারাও জরুরি নির্গমন সিঁড়ি ব্যবহার করেননি। এ ছাড়া নিষেধ করার পরও কেউ কেউ আতঙ্কে ভবন থেকে লাফ দেন। এসব কারণে হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম