Logo
Logo
×

রাজধানী

ভবনে আর কোনো ব্যক্তি আটকা নেই: ফায়ার সার্ভিসের ডিজি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৩ এএম

ভবনে আর কোনো ব্যক্তি আটকা নেই: ফায়ার সার্ভিসের ডিজি

জনতার ভিড় থাকায় গুলশানের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনুদ্দিন। তিনি বলেন, উৎসুক জনতার ভিড়ের কারণে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধার করে বাইরে আনতে সময় লেগেছে। এখন ভবনটিতে আর কোনো ব্যক্তি আটকা নেই।

রোববার ভবনটির সামনে রাস্তায় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

মো. মাইনুদ্দিন বলেন, ‘আজ অনেক মানুষ এখানে ভিড় করছে। এসব মানুষের কারণে আমাদের আগুন নেভাতে এবং ভবনটিতে আটকেপড়া মানুষদের উদ্ধার করতে সময় লেগেছে। সবমিলিয়ে বলতে গেলে উৎসুক জনতার কারণে বেগ পেতে হয়েছে।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ‘ভবনটি থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একজন মারা গেছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।‌‌ এছাড়াও আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভবনটিতে এই মুহূর্তে আর কোনো ব্যক্তি আটকা নেই বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম