Logo
Logo
×

রাজধানী

যাত্রাবাড়ীতে রাজউকের অভিযান, ভবন মালিক আটক

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১২ এএম

যাত্রাবাড়ীতে রাজউকের অভিযান, ভবন মালিক আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া আদর্শ বালিকা বিদ্যালয় সড়ক এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অভিযানে নকশাবহির্ভূত ও বিধি নিষেধ অমান্য করে ভবন নির্মাণ করায় ৫টি ভবনের আংশিক ছাদ ও দেয়াল ভেঙ্গে দেয়া হয়।

এসময় ভবন মালিকদের ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা কম দেয়ায় এক ভবন মালিককে আটক করা হয়েছে এবং একটি নির্মাণাধীন ভবন সিলগালা করা হয়েছে।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত (রাজউক) নারায়ণগঞ্জ জোন-৮ এর পরিচালক ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ ইয়া খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজউক নারায়ণগঞ্জ জোন-৮ অথরাইজড অফিসার ইলিয়াস হোসেন, পরিদর্শক সামিউল।

অভিযানে ভবন মালিক মনির হোসেনকে আড়াই লাখ, মেগাসিটি টাওয়ারের সফিকুর রহমান সালাউদ্দিনকে ৫ লাখ ৩০ হাজার টাকা, কাজী ফিউচার ডেভেলপারের মোখলেছুর রহমানকে ৫ লাখ ২০ হাজার, হিরাহিল ডেভেলপার দুলাল মিয়াকে ৮ লাখ টাকা, ফরিদ উদ্দিনকে ৬ লাখ টাকা এবং এলিট কনস্ট্রাকশনের আনোয়ার হোসেনের ভবন সিলগালা করা হয়েছে।

এসময়  হিরাহিল ডেভেলপারের দুলাল মিয়া জরিমানার ৮ লাখ টাকার মধ্যে ৪লাখ টাকা দেয়ায় পুলিশ তার হাতে হেন্ডকাপ পরিয়ে আটক করে নিয়ে যেতে দেখা গেছে।

এদিকে একাধিক ভবন মালিক অভিযোগ করে যুগান্তরকে বলেন, আমরা রাজউকের ইমারত নির্মাণ নিয়ম মেনেই ভবন নির্মাণ করছি। ভবন নির্মাণের সময় রাজউকের লোকজন এসে তদারকিও করে গেছেন। তখন তারা আমাদেরকে কোন প্রকার বাধা দেয়নি। আজ কোন নোটিশ ছাড়াই আমাদের ভবন ভেঙ্গে দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

নারায়ণগঞ্জ (রাজউক) জোন-৮ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ ইয়া খান যুগান্তরকে জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার বিষয়টি মোবাইল কোর্টের নজরে এলে ভবনের কিছু অংশ ভেঙ্গে জরিমানা আদায় করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম