Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Icon

বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫০ পিএম

রাজধানীতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

রাজধানীর দক্ষিণ খান এলাকার মধ্য গাওয়াইর থেকে সাংবাদিকদের তৎপরতায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ডিত মূর্তি উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে দক্ষিণ খান থানায় মূর্তি উদ্ধারের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২টায় মূর্তিটি উদ্ধার করা হয়।

গতকাল রাত ৮টায় যুগান্তরের বিমানবন্দর প্রতিনিধি শুভ শিকদার, সাংবাদিক তানজীন মাহমুদ (তনু), যোবায়ের হোসাইন, মাহফুজ আলম খোকন গোপন সূত্রে জানতে পারেন মধ্য গাওয়াইর এলাকায় ভবন নির্মাণ হতে যাওয়া একটি জমি থেকে আনুমানিক ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে। এরপর সাংবাদিকরা সরেজমিন অনুসন্ধান শুরু করেন। রাত ১১টায় কষ্টিপাথর মূর্তির সন্ধান পান তারা।

মূর্তি উদ্ধারে দক্ষিণ খান থানার পরিদর্শক (অপারেশন) আফতাবের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া না মিললে সাংবাদিকরা পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল পুলিশ সুপার ইহসানুজ্জামান ও উপ-পরিদর্শক রাসেলকে এই মূর্তি উদ্ধারে এগিয়ে আসার অনুরোধ করেন। 

তারা সাংবাদিকদের ফোন পেয়ে দ্রুত সরেজমিন উপস্থিত হন। পরে রাত ৩টায় ইহসানুজ্জামান দক্ষিণখান থানায় যোগাযোগ করে পুলিশের কাছে মূর্তিটি হস্তান্তর করেন। 

এ বিষয়ে দক্ষিণ খান থানা পুলিশের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে থানার পরিদর্শক (অপারেশন) আফতাব প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরার কথা জানান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম