Logo
Logo
×

রাজধানী

৩ হাজার পরিবারকে শীতবস্ত্র দিলেন এমপি বাবলা

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম

৩ হাজার পরিবারকে শীতবস্ত্র দিলেন এমপি বাবলা

ঢাকা-৪ নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর ৭টি ওয়ার্ডের ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। 

রোববার সকালে শ্যামপুর বালুর মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি ওয়ার্ডে প্রায় ১৭শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এর আগে তিনি শনিবার সকালে জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্যামপুর থানা এলাকায় ৩টি ওয়ার্ডের প্রায় ১৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। 

শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে বাবলা বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে জাতীয় পার্টির সব সংসদ সদস্য ও বিত্তশালী নেতারা তাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারিভাবেও সারা দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। সমাজের সামর্থ্যবান সব মানুষের উচিত সরকার ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এসে দাঁড়ানো।

এ সময় উপস্থিত ছিলেন- শ্যামপুর থানার ওসি নজরুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, ৫৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. হোসেন, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম