Logo
Logo
×

রাজধানী

গায়ে কেরোসিন ঢেলে আগুন, সেই গৃহবধূর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৭:০৩ পিএম

গায়ে কেরোসিন ঢেলে আগুন, সেই গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ গৃহবধূ মারা গেছেন। 

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারিয়া (২৭) নামে ওই গৃহবধূর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, গত শুক্রবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আইসিইউর ১৫ নম্বর বেডে তার মৃত্যু হয়। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহতের স্বামী মাসুম বলেন, আমাদের দুই ছেলে, এক মেয়ে। আমি ব্যবসা করি। গত শুক্রবার বরিশাল যাচ্ছিলাম। পথে খবর পাই আমার স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। দ্রুত আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী মারা যায়।

তিনি আরও বলেন, সব পরিবারেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় কিন্তু তার সঙ্গে এমন কিছুই হয়নি যে, সে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম