
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পিএম
ডিএমপির ৭ থানায় নতুন ওসি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৪:২৪ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা দেয়া হয়।
আদেশে বলা হয়, উত্তরা-পশ্চিম, মিরপুর মডেল, ওয়ারী, ভাষানটেক, ভাটারা, বিমানবন্দর ও নিউমার্কেট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত কার্যালয় আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত ওই নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে সংশ্লিষ্ট স্থানে বদলি/নিয়োগ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।