
প্রিন্ট: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জন্মাষ্টমী পালন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১০:০৩ পিএম

আরও পড়ুন
নানা কর্মসূচির মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী রামসীতা মন্দিরে সকাল ৬টায় শ্রীকৃষ্ণ পুজা, সকাল ৯টায় ভগবান শ্রীকৃষ্ণের মার্গদর্শন নিয়ে আলোচনা, দুপুর ১টায় শ্রী শ্রী রমনা কালীমন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এরপর দুপুর ২টায় হিন্দু মহাজোটের উদ্যোগে একটি শোভাযাত্রা পলাশীর সামনে কেন্দ্রীয় শোভাযাত্রায় যুক্ত হয়ে ঢাকার বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়।
সকালে হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, বরিষ্ঠ সহসভাপতি প্রদীপ পাল, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, হিন্দু মহিলা মহাজোটের সভাপতি অ্যাডভোকেট প্রতীভা বাকচী, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ মন্ডল, সাধারণ সম্পাদক তুলন পাল, সাংগঠণিক সম্পাদক চয়ন বাড়ৈ, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ শঙ্কর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়িার মৃণাল মধু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক সজিব কুন্ডু তপু ও প্রধান সমন্বয়কারী ধ্রুব বারুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনের শিক্ষা দিতেই ভগবান বার বার পৃথিবীতে আবির্ভূত হন। দুষ্টের দমন ও শিষ্টের পালনের এই শিক্ষা নির্দিষ্ট কোনো ধর্মের আচরণীয় বিষয় নয়; এ শিক্ষা সার্বজনীন।