Logo
Logo
×

রাজধানী

মিরপুরে সড়কে পড়ে ছিল অটোরিকশা চালকের গলাকাটা লাশ 

Icon

মিরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১০:৫৭ এএম

মিরপুরে সড়কে পড়ে ছিল অটোরিকশা চালকের গলাকাটা লাশ 

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে সড়কে পড়ে ছিল অটোরিকশা চালকের গলাকাটা লাশ। স্থানীয়রা দেখে শুক্রবার সকালে পল্লবী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।   

নিহতের নাম লতিফ হাওলাদার। বয়স ৬০। মিরপুর ১২ নম্বরে ব্লক-ত এ ৩৬২ নম্বর ভাড়া বাসায় থাকতেন তিনি। রিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন।

মিরপুর-১২ নম্বরে কালশী নতুন রাস্তার কুর্মিটোলা ক্যাম্পের কাছে শুক্রবার ভোরে তার গলাকাটা লাশ পড়ে ছিল। খবর পেয়ে ভোর ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।  

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লতিফ হাওলাদারকে খুন করে রিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম