Logo
Logo
×

রাজধানী

টিভি দেখার নামে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ১১:২০ এএম

টিভি দেখার নামে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

টিভি দেখার নাম করে বাসায় ঢুকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার বিকালে টাঙ্গাইল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল ভিকটিমের বাবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বকেয়া আদায় করতে বাইরে যায় এবং মা দোকানে ছিলেন। দোকানের পাশেই ওই ব্যবসায়ীর বাসা হওয়ায় কর্মচারী রুবেল টিভি দেখার নাম করে দোকান থেকে বাসায় যায়। ওই সময় ব্যবসায়ীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে একাই বাসায় ছিল। 

সেই সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে রুবেল। রাতে সবাই বাসায় ফিরলে ভুক্তভোগী ঘটনাটি বাবা-মাকে জানিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে ধর্ষক রুবেল রাতেই পালিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানায়, ধর্ষণের ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে টাঙ্গাইলের সদর থেকে গ্রেফতার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম