
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পিএম
ঢাকা উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় তরুণ নিহত

মিরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৯:০০ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ রকি (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ স্টাফ কলেজের সামনে ঘটনাটি ঘটে। নিহত রকির বাবার নাম বাচ্চু।
পুলিশ জানায়, মোটরসাইকেলের চালক ইউটার্ন নেওয়ার সময় ময়লার গাড়িটি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক রকিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রকি শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাফরুল থানা পুলিশ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ও চালক আব্দুস সালামকে (৫০) আটক করেছে। সিটি করপোরেশনের গাড়ির নম্বর-১০৩৭।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিল। এরমধ্যে রকি নামে একজন মারা গেছে। বাকি দুইজনের মধ্যে একজন সামান্য আহত হয়েছে। ডিএনসিসির ময়লার গাড়ি ও চালককে আটক করা হয়েছে।