Logo
Logo
×

রাজধানী

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৮:৫৮ এএম

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর বাড্ডায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার ভোর পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় তৃতীয় তলার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  দগ্ধদের মধ্যে দুই শিশু রয়েছে।

দগ্ধরা হলেন— মো. সাঈদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)। বেরাইদ পূর্বপাড়ায় ওই তিনতলা বাড়িটি সাইদের। তলাকাপ্তান বাজারে তার মাংসের দোকান রয়েছে।

সাঈদের ৯৮ শতাংশ, রেখার ৩০, সাফার ১১ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান চিকিৎসকরা।

দগ্ধ আবু সাঈদের স্বজনরা জানান, সাঈদ পরিবার নিয়ে ওই বাড়ির তৃতীয় তলায় থাকেন। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর পৌনে ৪টার দিকে  হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোর পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলার ওই বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর পর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। আর দগ্ধ শিশুসহ চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম