
প্রিন্ট: ০৬ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
রামপুরায় পাওয়ার হাউসে ভয়াবহ আগুন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৮:২৯ এএম

ছবি: যুগান্তর
আরও পড়ুন
রাজধানীর পশ্চিম রামপুরায় একটি পাওয়ার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উলুন পাওয়ার হাউসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সাভিসের পাঁচটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিলসংলগ্ন পশ্চিম রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ওই পাওয়ার হাউসে আগুন লাগে।
খবর পেয়ে আগুন ফায়ার সাভিসের পাঁচটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।