৪ ঘণ্টা পর আনন্দ টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে (ভিডিও)
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০১:৫৮ পিএম
![৪ ঘণ্টা পর আনন্দ টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে (ভিডিও)](https://cdn.jugantor.com/assets/news_photos/2021/08/21/image-456105-1629532683.jpg)
ছবি-যুগান্তর
চার ঘণ্টা পর বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে আনন্দ টিভির ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) দেবাশীষ বর্ধন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড (হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। ভেতরে আমাদের টিম কাজ করছে এখনও।
শনিবার সকালে ছয় তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।