Logo
Logo
×

রাজধানী

অফিসে যাওয়ার সময় সচিবের গাড়ি ভাঙচুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ০৩:৫৮ এএম

অফিসে যাওয়ার সময় সচিবের গাড়ি ভাঙচুর

মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার সময় চন্দ্রিমা উদ্যান এলাকায় পরিকল্পনা কমিশন সচিবের গাড়ি হামলার শিকার হয়। ছবি-সংগৃহীত

রাজধানীর চন্দ্রিমা উদ্যোনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় পরিকল্পনা কমিশনের সচিবের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার সকালে উদ্যানের কাছে বিজয় স্মরণী মোড়ে এ ঘটনা ঘটে।

পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার সময় চন্দ্রিমা উদ্যানের কাছে বিজয় স্মরণী মোড়ে তার গাড়ি ভাঙচুর করা হয়।

তিনি বলেন, হঠাৎ একদল লোক আমার গাড়িতে আক্রমণ করে। তখন আমি ভয়ে গাড়ি থেকে নেমে পুলিশ বক্সে আশ্রয় নিই। এসময় ইট পাটকেল মারায় সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে আমার তেমন ক্ষতি হয়নি।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বলেন, আমরা এখনও এ বিষয়ে (সচিবের গাড়ি ভাঙচুর) কোনো অভিযোগ পাইনি। তবে বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়েছে। ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত কয়েকজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিএনপি নেতাকর্মীরা মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এ সময় পুলিশের লাঠিপেটা, টিয়ারশেল ও রাবার বুলেটে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। বিএনপিকর্মীরা রাস্তায় থাকা বেশ কিছু গাড়ি এ সময় ভাঙচুর করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম