Logo
Logo
×

রাজধানী

‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে ছেড়ে দিয়েছে পুলিশ (ভিডিও)

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৭:১৪ পিএম

‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে ছেড়ে দিয়েছে পুলিশ (ভিডিও)

পুলিশের হাতে আটক ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকা থেকে বিক্ষোভের সময় আটক ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার কাজী আশরাফুল হক।

এর আগে সকালে মতিঝিল এলাকায় বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।  ওই সময় পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া রফিকুল ইসলাম ওরফে ‘শিশুবক্তাকে’ আটক করে।

এদিকে ইসলামী আন্দোলনের নেতা মো. আবদুস সালাম ফেসবুকে তার মুক্তির বিষয়টি জানিয়েছেন। তার ফেসবুক পেজ থেকে ‘শিশুবক্তার’ মুক্তির বিষয়টি জানিয়ে লাইভ দেওয়া হয়েছে। দুই মিনিটের ওই ভিডিওতে ‘শিশুবক্তাকে’ একটি মাইক্রোবাসে দেখা যায়। 

এর আগে বেলা ১১ টার দিকে মতিঝিলে যুব অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদ নেতা মশিউর রহমানের। তিনি জানান, পুলিশ মিছিলে লাঠিচার্জ, ক্যাদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে।  এ সময় বিক্ষোভে অংশ নেওয়া প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সেখান থেকেই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

মতিঝিলে বিক্ষোভ থেকে ‘শিশুবক্তা’ রফিকুল আটক

প্রিজনভ্যান থেকে লাইভে যা বললেন ‘শিশুবক্তা’ রফিকুল 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম