Logo
Logo
×

রাজধানী

কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৯ পিএম

কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবি

ছবি: সংগৃহীত

কাদিয়ানীদেরকে সরকারিভাবে অবিলম্বে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের নেতৃবৃন্দ। 
  

এ দাবিতে বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও রেলগেট থেকে পল্লীমা সংসদ পর্যন্ত মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা।    

এতে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মাওলানা নুরুল ইসলাম বলেন, কাদিয়ানীদেরকে সরকারিভাবে অবিলম্বে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে। তাদের সব উপসনালয় বন্ধ ঘোষণা করতে হবে। 

তিনি বলেন, ইদানীং কাদিয়ানীরা বিভিন্ন মাদ্রাসা মসজিদে ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের কাছে তাদের ভ্রান্ত আকিদার ওপর বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি প্রেরণ করার দুঃসাহস দেখাচ্ছে। তাদের এই সব অপতৎপরতা বন্ধ করতে হবে। অন্যথায় তাওহিদী জনতা আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মাওলানা ইউনুছ ঢালী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব। 

আরো বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুফতি মুসা বিন ইজহার, মাওলানা আশিক উল্লাহ, মাওলানা রেজাউল করিম ,মুফতি আবু সাঈদ, মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম