Logo
Logo
×

রাজধানী

পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ০৫:০৬ পিএম

পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর চকবাজার থানাধীন বকশি বাজার মোড় এলাকায় এক যুবককে ছুরি মেরে খুন করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর সাড়ে ১২টায় বকশি বাজার মোড় এলাকায় সংঘবদ্ধ একটি দল থেকে বেরিয়ে এক দুর্বৃত্ত যুবকের ওপর হামলা করে ও ছুড়ি মেরে পালিয়ে যায়। 

রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম - নয়ন আহমেদ নাদিম (২০)।  তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানায়। মৃত সামসু মিয়ার ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সবচেয়ে ছোট নয়ন। পুরান ঢাকার বংশালে কশাইটুলি পিঠাঘর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত নয়ন।

ঘটনার পর নিহতের বন্ধু সোহানকে (১৯)  জিজ্ঞাসাবাদের জন্য ঢামেক ক্যাম্পে নিয়ে গেছে পুলিশ।

পুলিশকে সোহান জানায়, রোববার দুপুরে পুরান ঢাকার হোসনি দালান এলাকা দিয়ে হেঁটে এসে বকশি বাজার মোড় এলাকায় এসে আমি একটি রিকশাকে ডাক দেই। তখন নয়ন আমার পেছনে ছিল। ঐ সময় রাস্তা দিয়ে ১৫-২০ জনের যুবকের দল তাজিয়া মিছিল নিয়ে যাচ্ছিল। সেখান থেকে একজন  যুবক দৌড়ে এসে তার বুকের বাম পাশে  ছুরি মেরে পালিয়ে যায়। সে সেখানেই লুটিয়ে পড়ে। তাকে দ্রুত ঢামেকে নিয়ে গেল ডাক্তার বলেন, সে মারা গেছে।

নিহতের বড় বোন ময়না বেগম জানান, সোহানের বন্ধুদের মাধ্যমে খবর পাই কে বা কারা তাকে ছুরিকা মেরে হত্যা করেছে। পরে মেডিকেলে গিয়ে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।

চকবাজার থানার উপ-পরিদর্শক মল্লিক আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বকশি বাজার মোড়ে নয়ন নামে এক যুবক কে বা কারা বুকের বাম পাশে ছুরি মেরে হত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে তদন্ত শুরু হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম