Logo
Logo
×

রাজধানী

‘নুরুল ইসলামের কষ্টার্জিত ৪১ প্রতিষ্ঠান আল্লাহ হেফাজত করবেন’

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৯:০৮ পিএম

‘নুরুল ইসলামের কষ্টার্জিত ৪১ প্রতিষ্ঠান আল্লাহ হেফাজত করবেন’

যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় শোকসভা। যুগান্তর

মহান আল্লাহতায়ালা হেফাজত করবেন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কষ্টার্জিত ৪১ শিল্প প্রতিষ্ঠান। তাকে পরকালে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। যিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতির ভীত মজবুত করতে অত্যন্ত পরিশ্রম করে মেধা ও সাহসিকতার মাধ্যমে, তিলে তিলে গড়ে তুলেছিলেন ৪১টি শিল্প প্রতিষ্ঠান। আর এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি হয়েছে লক্ষাধিক মানুষের জীবিকা নির্বাহের কর্মসংস্থান।

দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় সোমবার রাজধানীর দনিয়া শরীরচর্চা সংঘ প্রভাথার উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, নুরুল ইসলামের মতো একজন সাহসী শিল্পোদ্যোক্তাকে হারিয়ে দেশ একজন অভিভাবককে হারিয়েছে; যা দেশের বড় ধরনের ক্ষতি হয়ে গেল, এ ক্ষতি অপূরণীয়। নুরুল ইসলামের গড়ে যাওয়া প্রতিষ্ঠান মহান আল্লাহ যেন হেফাজত করেন এবং তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন সেজন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করা হয়।

দনিয়া শরীরচর্চা প্রভাথা সংঘের সভাপতি ও এসএস ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদ আলীর সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন পূর্ব জুরাইন ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আসলাম সাইফুল।

এ সময় উপস্থিত ছিলেন- প্রভাথা শরীরচর্চা সংঘের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সামু, ওয়াহিদুর আবেদীন মোল্লা, মো. মিল্টন, সদস্য শাহ মোয়াজ্জেম, আবুল বাশার, আনোয়ার হোসেন, মোজাম্মেল হকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম