Logo
Logo
×

রাজধানী

রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকছে না আজ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৮:৩২ এএম

রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকছে না আজ

ফাইল ছবি

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকার তথ্য জানিয়েছে তিতাস গ্যাস সূত্র।

বুধবার সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাস জানিয়েছেন, ওই সময় সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর ১০ থেকে মনিপুরীপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম