Logo
Logo
×

রাজধানী

গলফ ক্লাবে মোবাইল কোর্ট, আমেরিকা প্রবাসীর বিয়ে বন্ধ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১০:০৪ পিএম

গলফ ক্লাবে মোবাইল কোর্ট, আমেরিকা প্রবাসীর বিয়ে বন্ধ

প্রতীকী ছবি

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে মোবাইল কোর্ট পরিচালনা করে আমেরিকার প্রবাসীর বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। 

আজ বুধবার রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 

সূত্র জানায়, পাত্র গত কয়েকদিন আগে আমেরিকা থেকে দেশে আসেন। আজ রাতেই গলফ ক্লাবে তার বিয়ের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস আতংকে দেশে সব ধরনের জমায়েত বন্ধ থাকলেও বিয়েতে আমন্ত্রিত অতিথিরা আসছিলেন। ফলে মোবাইল কোর্টের মাধ্যমে বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। 

গুলশান জোনের এসিল্যান্ড ইশতিয়াক আহম্মেদ বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন ,আমেরিকা প্রবাসী পাত্র আজকে বিয়ে করার কথা ছিল।

আমরা তাদের পরিস্থিতি বুঝিয়ে বলি। বর ও কনে পক্ষ আমাদের অনুরোধে তারা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আপাতত বিয়ের কাজ বন্ধ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম