Logo
Logo
×

রাজধানী

মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি রেজাউল করিম খোকনের গল্পগ্রন্থ ‘তখন একান্তর’

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৩ পিএম

মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি রেজাউল করিম খোকনের গল্পগ্রন্থ ‘তখন একান্তর’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে এদেশের মানুষ ধর্মবর্ণ শ্রেণী নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলেছিল ৫৬ হাজার বর্গমাইল জুড়ে। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল নারীপুরুষ, তরুণ যুবকবৃদ্ধ সবাই। 

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বীরত্বের, চরম আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল বাংলার মানুষ। ১৯৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারা বিশ্বে দারুণ বিষ্ময় সৃষ্টি করেছিল। সেই উত্তাল সময়ের পটভূমিকায় লেখা ১২ টি গল্পের সংকলন ‘তখন একাত্তর’ । 

গল্পকার রেজাউল করিম খোকন নিজের চোখে দেখা একাত্তরের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে চেয়েছেন, ‘যে আগুন ছড়িয়ে গেল সবখানে,’ ‘সেই সময়,’ ‘তখন একাত্তর,’ ‘ধ্রুবতারা,’ ‘ওরা সাত জন,’ ‘বাবার ছবি’, ‘মৃত্যুহীন প্রাণ’ ৩০ মার্চ ১৯৭১’ প্রভৃতি গল্পে। 

গল্পগুলো পড়তে গিয়ে যে কোনো পাঠক ১৯৭১ এর উত্তাল সময়ে ফিরে যাবেন। 

গল্পকার রেজাউল করিম খোকন খুব কাছ থেকে ঘটনাগুলো দেখার চেষ্টা করেছেন। প্রতিটি গল্পের বর্ণনায় ফুটে উঠেছে তা। 

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসার আবেগ ফুটে উঠেছে ‘ ধ্রুবতারা’ গল্পে। যা পড়তে গিয়ে যে কেউ আপ্লুত হবেন। ‘তখন একাত্তর’ বইটির প্রকাশক ‘গ্রন্থ কুটির’। অমর একুশে গ্রন্থ মেলায় স্টল নম্বর ১৬৪-১৬৬।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম