
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ এএম
আরামবাগে ক্যাসিনো সাঈদের স্ত্রীর কর্মীদের সঙ্গে আ’লীগের সংঘর্ষ, আহত ৬

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ এএম

ছবি-যুগান্তর
আরও পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী ক্যাসিনো সাঈদের স্ত্রী ফারহানা আহম্মেদ বৈশাখীর (ঠেলাগাড়ি) কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোজাম্মেল হকের (ঘুড়ি) কর্মীদের সংঘর্ষ হয়েছে।
এতে বৈশাখীর চারজন কর্মী ও মোজাম্মেলের দুই কর্মী আহত হয়েছেন।
শুক্রবার রাতে আরামবাগ স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বৈশাখীর কর্মী কনক যুগান্তরকে বলেন, রাত সাড়ে ৮ টায় আরামবাগ স্কুল কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী বৈশাখীর পোলিং এজেন্ট লিস্ট জমা দিতে যান। এসময় সেখানে মোজাম্মেল উপস্থিত ছিলেন। বৈশাখীর কর্মীদের গলায় নৌকার ব্যাচ ছিল, তখন মোজাম্মেলের কর্মীরা তার কাছে নৌকার ব্যাচ কেন তা নিয়ে কথা কাটাকাটি হয়, তখন বৈশাখী আপাকে অবরুদ্ধ করে মারামারি শুরু হয়।
বৈশাখী যুগান্তরকে বলেন, মোজাম্মেল সাহেব নির্বাচনে দাঁড়ানোর পর থেকে আমাকে হুমকি দিচ্ছেন। আজকে আমাকে অবরুদ্ধ করে আমার
কর্মীদের ওপর হামলা করেছে। আমার পাঁচজন কর্মী আহত হয়েছে। মোজাম্মেলের কর্মীরা আমার বাসার নিচের অফিস ভাঙচুর করেছে।
মোজাম্মেলের এক কর্মী বলেন, বৈশাখীর লোকজন অযথা মোজাম্মেলের কর্মীদের ওপর হামলা করেছেন। তিনি নবীনগর থেকে বহিরাগত লোকজন এলাকায় এনেছেন।