Logo
Logo
×

রাজধানী

ফকিরাপুলে ম্যাচের কাঠি দিয়ে পথশিশুর গায়ে আগুন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭ এএম

ফকিরাপুলে ম্যাচের কাঠি দিয়ে পথশিশুর গায়ে আগুন

রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সী এক পথশিশুর গায়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকালে শিশুটির গায়ে আগুন দেয়া হয়। এতে তার শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শিশুটির নাম সেলিম। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এক রিকশাওয়ালা তার গায়ে আগুন দিয়েছে।

বার্ন ইউনিটের চিকিৎসক তরিকুল ইসলাম সোমবার রাতে জানান, আগুনে পোড়া শিশুটির দেহের ২৭ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে পোড়া শিশুটিকে বিকাল সাড়ে ৪টার পর একজন লোক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কী কারণে কোন ব্যক্তি শিশুটির গায়ে আগুন দিয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও জানতে পারেনি পুলিশ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আগুনে পোড়া শিশুটি জানিয়েছে– অজ্ঞাতপরিচয় এক রিকশাওয়ালা তার গায়ে আগুন দিয়েছে। ম্যাচের কাঠি দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এর সত্যতা যাচাই করার জন্য কমলাপুর ও ফকিরাপুল এলাকার প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি জানান, শিশুটি নিজের নাম ছাড়া তার বাবা-মা কিংবা তার বাড়ির কোনো ঠিকানা জানাতে পারেনি। তবে শিশুটি কমলাপুর রেলস্টেশন এলাকায় থাকত। সে পথশিশু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম