Logo
Logo
×

রাজধানী

ঢাকায় ব্যাচেলরদের আবাসন ‘সুপার হোস্টেল’ এখন ‘সুপার হোম’

Icon

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৯ পিএম

ঢাকায় ব্যাচেলরদের আবাসন ‘সুপার হোস্টেল’ এখন ‘সুপার হোম’

ঢাকায় ব্যাচেলরদের আবাসন ‘সুপার হোস্টেল’ এখন ‘সুপার হোম’

রাজধানীতে ব্যাচেলরদের আবাসন সুবিধা দিতে চালু হওয়া ‘সুপার হোস্টেল’ নাম পাল্টে এখন ‘সুপার হোম’। সম্প্রতি এ কোম্পানির শাহবাগ শাখায় এক ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সেবার নাম ও লোগো পরিবর্তন করা হয়।

বাংলাদেশে ব্যাচেলরদের জন্য এই আবাসন ব্যবস্থা পরিচালনা করছে চীনা কোম্পানি নিউওয়েজ ইন্টারন্যাশনাল। 

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, ব্যাচেলরদের ঝামেলামুক্ত জীবন ও আধুনিক সুবিধা দিতে তারা ‘ঘরোয়া পরিবেশ’ তৈরির চেষ্টা করেছেন। তাই নাম পরিবর্তন করে ‘সুপার হোম’ রাখা হয়েছে।

নিউওয়েজ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ঝ্যাং লি গুয়াং বলেন, এর মাধ্যমে শুধুই যে ব্যাচেলরদের জীবনযাপন বদলে যাবে তা নয়, বরং এ জনপদের পরিবহন, শিক্ষা, সামাজিক দর্শন, কর্মসংস্থানসহ বহু ক্ষেত্রে সুদূরপ্রসারী এবং গভীর ভূমিকা রাখবে সুপার হোম।

ঢাকার উত্তরায় ১টি, মিরপুরে ২টি, বারিধারায় ১টি, শাহবাগে ১টি ও বাড্ডায় ১টি শাখাসহ সর্বমোট ৬টি শাখা পরিচালনা করছে এ কোম্পানি। এখন থেকে সবগুলো শাখাই ‘সুপার হোম’ নামে পরিচিতি পাবে।

কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার রাসেল কবির বলেন, ব্যাচেলরদের ‘দুর্বিষহ জীবন’ থেকে রক্ষা করতে নিউওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড বাংলাদেশে প্রথম ‘আন্তর্জাতিক মানের আবাসন সেবা’ নিয়ে এসেছে।

“নানান ঝামেলার কারণে বাসা পাওয়া থেকে শুরু করে খাওয়া-দাওয়ায় অসুবিধায় ভুগতে হয় এই শহরের ব্যাচেলরদের। 

মেয়েই হোক কিংবা ছেলে, বিশেষ করে মফস্বল থেকে ঢাকায় পড়াশোনা অথবা চাকরির জন্য আসা ব্যাচেলরদের থাকার জায়গা বা বাসা ভাড়া পাওয়াটা দীর্ঘদিনের সমস্যা, যা নিয়ে কেউ কখনোও চিন্তা করেনি।

বিভিন্ন কারণে তাদের কাছে বাসা ভাড়া পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মত। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানের আবাসন ব্যবস্থা সুপার হোম তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম