
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ০১:০১ এএম
ড্রোন হামলায় তিন নিহতের দেহসহ লিবিয়া থেকে ফিরল ১৫২ কর্মী

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০১:১৯ পিএম

আরও পড়ুন
দেশে ফিরেছে লিবিয়ায় ড্রোন হামলায় নিহত তিন কর্মীর মরদেহ। একই ফ্লাইটে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫২ কর্মী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
দেশে ফেরা এসব কর্মীর মধ্যে সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।
এ ছাড়া গত ১৮ নভেম্বর দেশটির রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় আকাশ থেকে চালানো হামলার ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। মারাত্মকভাবে আহত হন ১০ বাংলাদেশি।
এই ফ্লাইটে তাদের তিন কর্মীর মরদেহসহ আহত ১০ বাংলাদেশিও ফিরেছেন।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে বলা হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সক্রিয় সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।